A Top Ads

শৈশবের ক্লাব ওল্ড বয়েজে মেসি কী ফিরে যাবেন গোধূলিলগ্নে? স্প্যানিশ গণমাধ্যম মার্কার খবর, পিএসজির পর মেসিকে দেখা যেতে পারে এই আর্জেন্টাইন ক্লাবে।

যেখানে শুরু সেখানেই শেষ। ঘরের ছেলেকে নিয়ে রোজারিওবাসী সেই আশায় আছেন। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবরে আরও বলা হয়, আগামী মৌসুমেই মেসিকে দেখা যেতে পারে ওল্ড বয়েজে।

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্স থেকে ৩০০ কিলোমিটার দূরে নিজের জন্মস্থান রোজারিওর ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে খেলে চিরদিনের জন্য বুটজোড়া খুলে ফেলবেন মেসি। পারানা নদীর তীরে ১৫ লাখ জনসংখ্যার এই শহরেই বেড়ে উঠেছেন ফুটবলের জাদুকর।

মাত্র ছয় বছর বয়সে ১৯৯৪ সালে মেসি যোগ দিয়েছিলেন এই আর্জেন্টাইন ক্লাবে। তার মেসি হয়ে ওঠার পেছনে এই ক্লাবের অবদান অনস্বীকার্য। রোজারিওর প্রধান স্থানীয় ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ যুবদলের হয়ে ছয় বছর খেলেছেন মেসি। ১৭৬ ম্যাচে ২৩৪ গোল করেছেন তিনি।

১৯৯৪ সালে ঘটনাক্রমে দিয়েগো ম্যারাডোনাও সেই ক্লাবের সিনিয়র দলের সদস্য ছিলেন। ম্যারাডোনার মৃত্যুর পর ওসাসুনার বিরুদ্ধে গোল করে নিউওয়েলসের জার্সি গায়ে তার প্রতি শ্রদ্ধা জানান মেসি। প্রশ্ন হলো, মেসি কি ক্যারিয়ারের ইতি টানবেন শৈশবের ক্লাবে ফিরে? রোজারিওবাসী সেই আশা করছে। ঘরের ছেলে ঘরে ফিরবে সাঁঝবেলায়।

 

আগের সংবাদ দেখুনদেশে ফিরে পার্টি দিলেন নেইমার
পরের সংবাদ দেখুনমানুষ হিসেবেও তিনি অসাধারণ: বুবলী