A Top Ads

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ইউনিভার্স বস হিসেবে খ্যাত ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল। টি-টোয়েন্টি ক্রিকেটে সবাইকে ছাড়িয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ক্যারিবীয় এই ব্যাটিং দানব।

গেইলের সেই রান পাহাড়ে ওঠার পথে আরও একটি ধাপ অতিক্রম করলেন শোয়েব মালিক। পাকিস্তানের হয়ে নব্বইয়ের দশক থেকে ক্রিকেট খেলে যাচ্ছেন মালিক। ৪১ বছর ছুঁই ছুঁই এই ‘বুড়ো’ ক্রিকেটার এখনও ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন।

টি-টোয়েন্টির আঙিনায় দীর্ঘ পথচলায় এবার একটি কীর্তিতে নাম লেখালেন শোয়েব মালিক। টি-টোয়েন্টিতে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন অভিজ্ঞ এ পাকিস্তানি অলরাউন্ডার।

শ্রীলংকায় চলমান লঙ্কান প্রিমিয়ার লিগে শোয়েব মালিক খেলছেন জাফনা কিংসের হয়ে। জাফনার হয়েই কলম্বো স্টার্সের বিপক্ষে ম্যাচে ৩৫ রানের ইনিংস খেলেন তিনি। আর এই ৩৫ রানের ইনিংস খেলার পথেই টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১২ হাজারী ক্লাবের সদস্য হলেন মালিক।

শোয়েব মালিকের আগে টি-টোয়েন্টিতে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইল।

টি-টোয়েন্টিতে ৪৫৫ ইনিংসে ১৪ হাজার ৫৬২ রান করে শীর্ষে রয়েছেন ক্রিস গেইল। তার চেয়ে তিন ইনিংস কম খেলে ১২ হাজার ৩৫ রান করেছেন শোয়েব মালিক। ৫৪৫ ইনিংস খেলে ১১ হাজার ৯১৫ রান করে অবসরে গেছেন ক্যারিবীয় আরেক তারকা অলরাউন্ডার কায়রন পোলার্ড।

এই তালিকায় চতুর্থ পজিশনে আছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তিনি ৩৪৩ ইনিংসের ১১ হাজার ৩২৬ রান করেছেন। তালিকার পঞ্চম পজিশনে আছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। তিনি ৩৩৬ ইনিংসে ১১ হাজার ৮০ রান করেছেন।

 

আগের সংবাদ দেখুনক্লাব বিশ্বকাপে থাকছে চমক
পরের সংবাদ দেখুনবিশ্বকাপে রেফারিদের আয় কত