A Top Ads

আড়াইহাজার প্রতিনিধি: আড়াইহাজারে কবিরাজের কাছে যাবার পথে রাস্তা থেকে তুলে নিয়ে বাইশ বছর বয়সের এক সন্তানের জননী গৃহবধূকে ব্রহ্মপুত্র নদের পাড়ে রাস্তার পাশে সংঘবন্ধ ভাবে ধর্ষণ করেছে একদল লম্পট। তিনি উপজেলার পাঁচগাও দক্ষিণ মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। উপজেলার সদর পৌরসভার মাঝেরচর এলাকায় এই ঘটনা ঘটে। এ ব্যাপারে ধর্ষিতা বাদী হয়ে বুধবার আড়াইহাজার থানায় চারজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে চার লম্পটকে আটক করে।

পরে পুলিশ এজাহার নামীয় চার আসামীকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন, মাধবদীর রহিমদী এলাকার আনোয়ার হোসেনের ছেলে পারভেজ মিয়া, আড়াইহাজারের কামরানীরচর এলাকার ইিলয়াছ মোল্লার ছেলে রনি মোল্লা, মাঝেরচর এলাকার কাশেমের ছেলে কামরুল ইসলাম ও মাধবদীর দস্তরদী এলাকার হযরত আলীর ছেলে শাহাজালাল মিয়া।

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, ধর্ষিতা ওই সময় নিজ বাড়ী থেকে আসামী কামরুল ইসলামের অটোরিকশাতে চড়ে রহিমদী এলাকায় এক কবিরাজের বাড়ীতে যাচ্ছিলেন। পথে ব্রহ্মপুত্র নদের পাশের রাস্তায় গিয়ে গাড়ী নষ্ট হয়ে গেছে বলে কামরুল রাস্তার পাশে গাড়ী থামায়।

এ সময় পাশে ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা এসে কামরুলের সহযোগিতায় ধর্ষিতাকে রাস্তার পাশের স্থানে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে দল বেঁধে ধর্ষণ করে। তার ডাক চিৎকারে লোকজন এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায়।

পরে ধর্ষিতা বাড়ীতে এসে ঘটনা জানালে অভিভাবকরা পুলিশকে জানান। এই ব্যাপারে ধর্ষিতা নিজে বাদী হয়ে চার জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

 

 

আগের সংবাদ দেখুনমানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে চায়: এমপি খোকা
পরের সংবাদ দেখুনসাজুর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে সমাবেশে যোগদান