
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: কোটা বিরোধী ছাত্র আন্দোলনের চলাকালীন সময়ে পুলিশের গুলিতে আহত হয়েছেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ সোহাগ। গত ১৮ জুলাই তিনি ব্যবসায়িক কাজ শেষে বাসায় যাওয়ার পথে নিতাইগঞ্জ মোড়ে পুলিশের গুলিতে আহত হন।
আকস্মিকভাবে পুলিশের একটি গুলি তার মাথায় লাগে। তিনি গুলির আঘাতে অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অপারেশন করে গুলিটি বের করা হয়।
মীম শরৎ গ্রুপের এক কর্মকর্তা জানান, বর্তমানে মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ মোঃ সোহাগ সুস্থ্য রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো: সোহাগ নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে জানান, ব্যবসায়িক কাজ শেষ করে বাসায় ফেরার পথে কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশের ছোড়া একটি গুলি এসে আমার মাথায় লাগে। আল্লাহ পাকের অশেষ রহমত ও সকলের দোয়ায় আমি প্রাণে বেঁচে যাই। আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করি। আল্লাহ পাক যেন আমাকে খুব দ্রুত সুস্থ্যতা দান করেন।