
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
বিএনপির নেতা-কর্মী গ্রেফতার ও বাড়িতে তল্লাশীর ঘটনা রাজনৈতিকভাবে ন্যাক্কারজনক উল্লেখ করে প্রতিবাদ প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দীন। শনিবার (১ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএপি)’র প্যাডে লিখিত আকারে তিনি এ প্রতিবাদ জানান।
গিয়াসউদ্দীন স্বাক্ষরিত প্রতিবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- দ্রব্যমূল্যের উর্ধগতি, তেল-গ্যাসের অস্থিতিশীল বাজার, সরকারের লাগামহীন দূর্নীতির প্রতিবাদে আজকের (১ এপ্রিল) অবস্থান কর্মসূচী বানচাল করতে নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সদস্য সচিব ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীনকে তার বাসা থেকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলারক্ষী বাহিনীর লোকজন। তাছাড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম টিটু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারন সম্পাদক কাউন্সিলর ইকবাল হোসেন সহ আরো ১০-১২ জন নেতাকর্মীর বাসায় আইন-শৃঙ্খলারক্ষী বাহিনীর লোকজন রাতভর একাধিকবার অভিযান ও তল্লাশি চালায়। এ ন্যাক্কারজনক তল্লাশি ও হয়রানির প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই। আমরা শুধু বলবো, বিএনপির প্রতি জনগণের ভালবাসা থামানোর উপায় সরকারের জানা নেই, তাই তাদের মাথা সময় মতো কাজ না করায় এমন নগ্ন কাজ করে চলেছে।
সরকারকে বলতে চাই আমরা নারায়ণগঞ্জের সন্তান, নারায়ণগঞ্জ থেকে আমরা যাবোনা, পালাইনি কখনোও পালাবোও না। ‘৭১ সালে শত্রুর রাইফেলের সামনে বুক পেতে দিয়ে দেশ স্বাধীন করেছি, কোন সন্ত্রাসী গোষ্ঠীর হুমকি-ধমকিতে আমরা থামবোনা। আশা করি আমাদের সাথে রাজপথে গনতান্ত্রিক ধারায় মোকাবেলা করার চেষ্টা করবেন। আপনারা জনগনকে ভয় পান, সেটাও জনগন বুঝে গেছে, আর আপনাদের কর্মকাণ্ডে হাসাহাসি করছে, কারণ আপনারা নিজেদের রাজনৈতিক দেউলিয়াপনার শতভাগ পরিচয় দিয়েছেন।
এখনো আপনাদের গণতান্ত্রিক ধারায় ফেরার আহবান করবো ও জনগণের পাশে থাকার আহবান করবো। দ্রব্যমূল্য শুধু বিএনপির নয়, সবার দাবী; তেল-গ্যাস শুধু বিএনপির লোকজন ব্যবহার করেনা, দেশের সবাই করে। আপনাদের লাগামহীন দূর্নীতি করা টাকায় হয়তো বাজারের বাড়তি টাকা আর তেল-গ্যাসের টাকা খরচ করতে পকেটে আটকায় না, কিন্তু সাধারন জনগনের নাভিশ্বাস হয়। তাদের আয় বাড়েনি, ব্যয় বেড়েছে দ্বিগুন, বরং হু হু করে বেড়েই চলেছে।
দেশ স্বাধীন করেছিলাম মানুষের অধিকার ফিরিয়ে দিতে, হরন করতে নয়। সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলতে আমরা নারায়নগঞ্জের জনগনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা ভবিষ্যতে নারায়ণগঞ্জকে একটা মডেল জেলা করতে চাই, যা আপনাদের রাজনৈতিক বক্তব্যের বুলি ছিলো, তা আমরা কাজে প্রমান দিবো।
অবিলম্বে আমাদের নেতা জাহাঙ্গীর হোসেন স্বাধীনের নিঃশর্ত মুক্তি চাই। তার বিরুদ্ধে দায়েরকৃত সাজানো প্যাকেজ নাটকীয় মামলা প্রত্যাহার চাই।