নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় সৈয়দ খালিদ হাসান জোসেফ (২৫) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন।
শুক্রবার দুপুর দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় স্ট্যান্ডে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জোসেফ সিদ্ধিরগঞ্জের দক্ষিণ সাহেবপাড়া এলাকার সৈয়দ হারুন অর রশিদের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, নিহত ওই যুবক মোটরসাইকেলযোগে শিমরাইল মোড় থেকে সাইনবোর্ডের দিকে যাচ্ছিল। এসময় অজ্ঞাত এক যানবাহন মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে মহাসড়কে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, মোটরসাইকেল চালককে ধাক্কা দিয়েই অজ্ঞাত ওই যানবাহন পালিয়ে যায়। তাই এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয় নি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি নিহতের স্বজনদের জানানো হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan