A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

সিদ্ধিরগঞ্জে চিটাগাংরোডে অভিযান পরিচালনা করে দশ কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় আসামীর হেফাজত হতে ১টি মোবাইল, ১টি সীম উদ্ধার করা হয়। মঙ্গলবার র‌্যাব-১১’র সহকারী পরিচালক মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত সোমবার (৩ এপ্রিল) রাতে চিটাগাংরোড এলাকায় সাদা প্লাষ্টিকের বস্তা মোড়ানো উক্ত মাদক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী মো. নাজমুল ওরফে আলামিন (২৩) পটুয়াখালীর কলাপাড়া থানাধীন শান্তিপুর গ্রামের হাসানের ছেলে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদকদ্রব্য গাঁজা অভিনব পন্থায় সংগ্রহ করে ব্রাক্ষণবাড়িয়া ও নারায়ণগঞ্জের আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

আগের সংবাদ দেখুনসন্ত্রাসী সনেটের ছুরিকাঘাতে যুবক আহত
পরের সংবাদ দেখুনরুপগঞ্জে মাদক কারবারি গ্রেফতার