
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
গোপন সংবাদের ভিত্তিতে ৩১ মার্চ বন্দর থানাধীন মদনপুর চৌরাস্তা সংলগ্ন ফুলহার সাকিনস্থ ইসলামীয়া সুপার মার্কেটের সামনে চট্টগ্রাম হতে ঢাকাগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে বিশেষ কৌশলে মাদকদ্রব্য পরিবহনকালে ১৫ কেজি গাঁজা ও কাভার্ডভ্যান সহ ১ মাদক কারবারিকে হাতে-নাতে গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেফতারকৃত আসামী আবদুল মালেক (৩৭) নোয়াখালীর সোনাইমুরি থানাধীন বজরা বরাহিনগর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে।
র্যাব-১১’র সহকারী পরিচালক মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে মাদক বিক্রয়ের নগদ পাঁচ হাজার একশত ষাট টাকা, ২টি মোবাইল, ৩ টি সীম উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদকদ্রব্য গাঁজা অভিনব পন্থায় সংগ্রহ করে ও এর ঢাকা, নারায়ণগঞ্জ আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে।