
দুই কেজি গাঁজা’সহ ফতুল্লার চানমারী এলাকা থেকে সুমন (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সুমন ফতুল্লা মডেল থানার চানমারী সেকশন বাড়ীর মো. নিরব হাওলাদারের ছেলে। শনিবার বিকেলে তাকে ফতুল্লার উত্তর চাঁনমারীস্থ ফয়েজের বাড়ীর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাদক উদ্ধারের ঘটনায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে সুমনের বিরুদ্ধে।