নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
৩০ কেজি গাঁজা, ৩৪ বোতল বিদেশী মদ ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকাপ’সহ তিন কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেফতারকৃতরা হলো- বরগুনার আমতলী গ্রামের মো. নজরুল খানের ছেলে মো. রুবেল খান (৩০), কুমিল্লার দেবীদ্বার থানাধীন চরবাকর গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে মো. নুর আলম ওরফে বাবু (২৬) এবং পটুয়াখালীর ছোটবিঘা থানাধীন আইয়ুব আলীর ছেলে রাজীব হাওলাদার (২৫)।
সোমবার (১৫ মে) র্যাব-১১’র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. রিজওয়ান সাঈদ জিকুর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ১৪ মে সকালে বন্দর থানাধীন মদনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে র্যাব।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মাদক পরিবহনের সময় হাতে-নাতে গ্রেফতার করা হয়। আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও বিদেশী মদ পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সরবরাহ করে আসছিল। তারা পেশাদার মাদক কারবারি।
গ্রেফতারকৃত আসামীরা পিকআপের চালক ও হেলপারের ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সময়ে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও বিদেশী মদ পরিবহন করে বিক্রয় ও সরবরাহ করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা চলমান রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan