প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২৩, ১২:০৩ অপরাহ্ণ
গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ২০কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, ফেনী সদরের পলেশ্বর এলাকার মো. মিন্টুর ছেলে মো. শিপন (২০) এবং একই থানার সুলতানপুর এলাকার আনোয়ার মিয়ার ছেলে মো. মিলন (২০)।
গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের টিআই মো. ইব্রাহিম। এর আগে বৃহস্পতিবার (৮ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের ওই গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
টিআই মো. ইব্রাহিম জানান, গাজীপুর রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও নারায়ণগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের জিলানী দিক নির্দেশনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের হাতে থাকা ৩টি ব্যাগের ভিতর রক্ষিত মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan