
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: প্রতীক পেয়ে গণসংযোগ ও প্রচারণায় নেমে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদি আন্দোলন বিএনএম’র প্রার্থী নোঙ্গর মার্কা প্রতীকের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট ওয়ালিউর রহমান খাঁন।
নারায়ণগঞ্জ-৩ আসনের নোয়াগাঁও, জামপুর, সনমান্দিসহ বিভিন্ন এলাকায় একটানা গণসংযোগ ও পথসভা করেন তিনি। পথভায় বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ মিছিল নিয়ে পথসভায় যোগ দিতে দেখা যায়। মানুষের মুখে মুখে একটি কথা সিনিয়র আইনজীবী এডভোকেট ওয়ালিউর রহমান খাঁন, অত্যান্ত ভালো মনের মানুষ। কোমল হৃদয়ের অধিকারী। অসহায়, গরীব, দু:খী, মেহনতি মানুষের সেবায় কাজ করেন। আমরা তাকে নির্বাচিত করে এর প্রতিদান দিবো। এসব এলাকার পথসভা ও গণসংযোগে ব্যাপক লোকসমাগম ঘটে।
স্থানীয়রা বলছেন, দলমতের ঊর্ধ্বে থেকে সোনারগাঁয়ের উন্নয়ন করবেন, এমন বিশ্বাস অর্জনকারীকেই বেছে নেবেন ভোটাররা। আকলিমা আক্তার নামে নারী জানান, আগামীর পথে- সমৃদ্ধির সোনারগাঁ গড়ার প্রত্যয় নিয়ে সামনে নিয়ে এগিয়ে চলছেন নো্ঙ্গর প্রতীক নিয়ে এডভোকেট ওয়ালিউর রহমান খাঁন তিনি। গণসংযোগেও ব্যাপক সাড়া পাচ্ছেন।
এ সময় ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে নোঙ্গর প্রতীকে এডভোকেট ওয়ালিউর রহমান খান বলেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে সোনারগাঁবাসীর ব্যাপক সাড়া পাচিছ।
ভোটারদের উদ্দেশে এ প্রার্থী বলেন, ‘আমি নির্বাচিত হলে সোনারগাঁয়ের মাদক নির্মূলে কাজ করব। সন্ত্রাসী কার্যকলাপ আমরা বন্ধ করব। জনগণকে সাথে নিয়ে একটি স্মার্ট সোনারগাঁ গড়ে তুলব ইনশাল্লাহ।