
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসের ব্যাটারি চোর সন্দেহে গণপিটুনিতে বাবু নামের (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। পাইনাদী নতুন মহল্লা এলাকায় মারধরের ঘটনা ঘটে। মঙ্গলবার মিজমিজি নিজ বাসায় তার মৃত্যু হয়। দুপুরে মরদেহ থানায় নিয়ে যায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। নিহত বাবু মিজমিজি জোড়া খাম্বা এলাকার মৃত ইব্রাহিম বেপারীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান, মিজমিজি হাজী শামসুদ্দিন স্কুল সংলগ্ন একটি খালি বালুর মাঠে বাস পার্কিং করে রাখা হয়। মনা নামের এক বাস মালিকের গাড়ি থেকে ব্যাটারি চুরি করে বিক্রির অপবাদ দিয়ে তাকে আটক করে কয়েকজন বেধড়ক মারধর করে। পরে অসুস্থ অবস্থায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহতের মা ফুলমতি বলেন, ছেলেকে কয়েকজন লোক মারধর করে বাসায় দিয়ে যায়। আমার ছেলে ঘুমের ট্যাবলেট খেতো। কিন্তু চুরির কোনো ঘটনা হুনি নাই। বাবু টাইলসের কাজ করতো। ঈদের পর আর কাজে যায়নি। আমি এ ঘটনার বিচার চাই।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।