
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নীট কনসার্ন ক্রিকেট একাডেমী মাঠ পর্যায়ের খেলোয়ারদের সবসময় মূল্যায়ণ করেন। তাদের মেধা, খেলাধুলাকে উন্নত করতে সকল ধরনের সহযোগীতা সবার আগে করে দেন। এরই ধারাবাহিকতায় নীট কনসার্ন ক্রিকেট একাডেমীর সকল খেলোয়ারদের প্রেকটিস করার জন্য পিচ ও জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়ারদের উৎসাহ বাড়িয়ে দেন নীট কনসার্ন গ্রুপের পরিচালক, খেলাপ্রেমী, মাঠ পর্যায়ের খেলোয়ারদের আশা আকাঙ্খার বাতিঘর, একজন সফল ক্রীড়া ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজ সেবক জাহাঙ্গীর হোসেন মোল্লা। এসময় জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার রনি তালুকদার, নাজমুল হাসান অপু, পারভেজ, শহীদুল, ইমন, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাকারিয়া, জাহাঙ্গীর আলম, আরিফুল ইসলাম আরিফ, নিয়াজ আহম্মদসহ নারায়ণগঞ্জের প্রথম শ্রেনীর মাঠ কাঁপানো খেলোয়াররা উপস্থিত ছিলেন।
এসময় নীট কনসার্ন গ্রুপের পরিচালক বিশিষ্ট ক্রীড়া সংগঠক জাহাঙ্গীর হোসেন মোল্লা বলেন, জেলা-উপজেলা পর্যায় থেকেই উঠে আসেন ভবিষ্যৎ তারকা ক্রিকেটাররা। সেই বাস্তবতায় নীট কর্নসান ক্রিকেট একাডেমী খেলোয়ারদের সঠিকভাবে খেলা শিখানো তাদের খেলার মান উন্নয়ণসহ সকল ধরনের কাজ চালিয়ে যাচ্ছেন। নীট কর্নসান ক্রিকেট একাডেমীর খেলোয়াররা যেন দেশ ও বিদেশে খেলাধুলায় অংশ গ্রহন করে সবসময় দেশের সুনাম বয়ে নিয়ে আসতে পারে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে। তিনি বলেন, আমরা সবসময়ই খেলোয়ারদের পাশে ছিলাম ভবিষতেও থাকবো। দেশের খেলাধুলাকে বিশে^র দরবারে এগিয়ে নিতে নীট কর্নসান গ্রুপ সবসময় কাজ করছে বলেও জানান এই ক্রীড়ামোদী।