নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
রূপগঞ্জে সানমুন নামক একটি কয়েল ফ্যাক্টরীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৬ মে) ভোড় সাড়ে পাঁচটার দিকে উপজেলার তারাবো পৌরসভার মৈকুলি এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে কারখানার ভিতরের একপাশের কয়েল হিট দেওয়ার স্থানে হঠাৎ করে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কারখানায় কর্মরত শ্রমিকরা চিৎকার করে বেরিয়ে পড়ে। প্রথমে শ্রমিক ও এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনন। আগুনে কারখানায় থাকা কয়েলসহ কাঁচামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তাৎক্ষণিক কারখানা থেকে বেরিয়ে পড়ায় কোন হতাহতের ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ ওসমান গনি বলেন, কয়েল ফ্যাক্টরীতে আগুনের খবর পেয়ে আমরা দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। সকাল সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। ফ্যাক্টরীর ভেতরে থাকা কয়েল হিট দেয়ার রুম থেকে আগুনের সূত্রপাত।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan