
রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ফ্রান্স। শিরোপা নির্ধারণী এই ম্যাচের মধ্য দিয়েই শেষ হবে বিশ্বকাপের ২২তম আসর।
কাতার বিশ্বকাপ শেষ হওয়ার আগেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা (ফিফা) ক্লাব ফুটবল বিশ্বকাপে নিয়ে বড়সর আপডেট দিয়েছে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ২০২৫ সালে আফ্রিকার দেশ মরক্কোতে অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপে চমক থাকছে। যেখানে ৩২টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
২০০০ সালে ৮টি দল নিয়ে শুরু হয় ক্লাব ফুটবল বিশ্বকাপ। এরপর ৬ ও ৭ দল নিয়ে আসর মাঠে গড়ায়। তবে ২০২১ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সবশেষ আসরে ৭টি দল অংশগ্রহণ করে। সেই আসরে চ্যাম্পিয়ন হয় ইংলিশ ক্লাব চেলসি।
তবে ক্লাব ফুটবলের আগামী আসরে ৩২টি দল অংশ নেওয়ার কথা জানায় ফিফা। টুর্নামেন্টের প্রাইজমানি হবে ২ হাজার কোটি টাকা। শতকোটি টাকা মুনাফার প্রত্যাশা ফিফার।