মানিকগঞ্জের সিংগাইরে ক্রেতা সেজে অভিনব কায়দায় জুয়েলারি দোকান থেকে স্বর্ণালংকার নিয়ে চম্পট দিয়েছে প্রতারক চক্র। বুধবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে সিংগাইর উপজেলার সাহরাইল বাজারের স্বর্ণালংকার নিকেতন নামের দোকানে এ ঘটনা ঘটে।
দোকান মালিক নান্টু সরকার জানান, সকাল ১০টার দিকে মোটরসাইকেল নিয়ে জ্যাকেট ও মাফলার পরিহিত একজন লোক আমার দোকানে প্রবেশ করে স্বর্ণের চেইন কেনার কথা বলেন। অপরজন মোটরসাইকেল নিয়ে বাইরে অপেক্ষা করে। আমার দোকানে চেইন না থাকায় পাশের দোকান থেকে ৭টি চেইন এনে দেখাই। এ সময় ভিডিও কলে স্ত্রীকে চেইন দেখানোর কথা বলে দোকানের বাইরে যায়। এ সুযোগে দোকানের সামনে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা অপরজনের পিছনে ওঠে চম্পট দেয়।
দোকান মালিকের ভাষ্যানুযায়ী ওই স্বর্ণের আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সিংগাইর থানায় মামলা হয়নি।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা বলেন, স্বর্ণালংকার নেওয়ার ঘটনা ঘটেনি। কেউ লিখিত অভিযোগ দিতে আসেনি।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan