
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: দেশের অন্যতম ক্রীড়াপ্রেমী, এমসিএন এর সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলার সকল খেলার প্রধান পৃষ্টপোষক দেশের শীর্ষ তৈরী পোষাক কারখানার অন্যতম প্রতিষ্ঠান নীট কনসার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, ক্রীড়া সংগঠক জাহাঙ্গীর হোসেন মোল্লার নামে মিথ্যাচার ও অপপ্রচার এর বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছেন মাষ্টার ক্রিকেটারস অব নারায়ণগঞ্জ।
সকালে জেলার ওসমানী পৌর স্টোডিয়ামে আয়োজিত প্রতিবাদ সভা ও মানববন্ধনে নীট কনসার্ন ক্রিকেট একাডেমির ম্যানাজার মোহাম্মদ সুমন ভুইয়ার সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় ক্রিকেট দলের প্লেয়ার রনি তালুকদার। নাজমুল অপু,সহিদুল ইসলাম। সাবেক ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাকারিয়া ইমতিয়াজ জাকু, জাহাঙ্গীর আলম, জুয়েল হোসেন মনা, মোহাম্মদ শরীফ, শাহাদাত রাজীব, মোহাম্মদ শহিদ। প্রথম শ্রেনীর ক্রিকেটার তৈবুর পারভেজ, এনামুল হক, অমিত হাসান। নারায়ণগঞ্জ জেলার ক্রিকেট কোচ জিয়াউল হক জিয়া, রেইনবো ক্লাবের প্রধান কোচ আলমগীর কবির হিরুসহ আরো অনেকে। মাষ্টারসের সেক্রেটারি নারায়ণ চন্দ্র তপু, সোহেল হোসেন পাপ্পু এবং মাষ্টারসের অনেক ক্রিকেটারসহ নারায়ণগঞ্জ প্রতিটি একাডেমীর ক্ষুদে ক্রিকেটারসহ বিভিন্নস্তরের ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দেশের অন্যতম পোষাক তৈরী কারখানা নীট কনসার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন মোল্লা একজন আপদমস্তক ক্রীড়াপ্রেমী ও অহসায় মানুষের এক ভরসাস্থল। তিনি নারায়ণগঞ্জের সকল খেলাধুলায় পৃষ্টপোষকতা করে থাকেন। একজন ব্যবসায়ী হিসেবে সবসময় ব্যবসাকে প্রধান্য দিয়ে কাজ করেন। কারো সাথে কখনো ব্যবসার বাহিরে সখ্যতা করেননি। খেলাধুলা নিয়ে কাজ করেন সেই ছোট বেলা থেকে।
যা আজ পর্যন্ত বহাল রয়েছে। এর বাহিরেও অসহায় মানুষের সেবায় তার দানের ভান্ডার রয়েছে। যে মানুষটি দু:সময়ে পড়ে বিপদে পড়ে তার কাছে সহযোগীতা চেয়েছেন তাকেই সহযোগীতা করে গেছেন। এই মহান মানুষটির বিরুদ্ধে যারাই অযথা নিজেদের স্বার্থ হাসিল করতে উঠেপড়ে লেগেছেন তাদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চরণ করেছেন প্রতিবাদ সভায় আগত অতিথিবৃন্দ। তারা বলছেন জাহাঙ্গীর হোসেন মোল্লাকে নিয়ে কেউ যড়যন্ত্র করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে। তাদের বিরুদ্ধে প্রতিবাদের আগুন জ¦ালানো হবে।