নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ঈদের পর আমি গোপনে নামবো। কুতুবপুরেও আসবো, হঠাৎ হঠাৎ আসবো, আমি মানুষের ঘরে ঘরে যাবো। সমাজের সবাইকে নিয়ে কাজ করতে চাই, তবে কুতুবপুরে কোনো সন্ত্রাস ও মাদক ব্যবসায়ী থাকবে না, পুলিশের প্রয়োজন নাই, আমরাই যথেষ্ট, আপনারা সবাই সন্ত্রাসীদের ও মাদক ব্যবসায়ীদের ওয়ার্নিং দিয়ে দেন। কারণ যখন ধরবো, তখন কিন্তু কারো রেহাই নাই। পুলিশ একা এতকিছু সামাল দিতে পারবে না, আমরা সহযোগিতা করবো।
শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া এলাকায় বীরকুঞ্জ পার্টি সেন্টারে ফতুল্লা থানা ও কুতুবপুর ইউনিয়নের সম্মানিত সামাজিক ব্যক্তি বর্গের সম্মানার্থে, সেন্টু চেয়ারম্যানের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান আরও বলেন, আমি রাস্তা ঘাট, স্কুল মসজিদ মাদ্রাসা সহ সব উন্নয়ন করে দিলাম কিন্তু সমাজে ইভটিজিং বাড়ছে, মাদক বাড়ছে, তাহলে লাভ হলো কি? তার জন্য আমাদের প্রথমে এই ইভটিজার, মাদক ও সন্ত্রাসীদের রুখে দিতে হবে। আমি জানি সব দলেই ভালো মানুষ আছে, আর সেই ভালো মানুষদের নিয়েই আমি কাজ করতে চাই। যদি বিএনপির কেউ ভালো মানুষ হয়, তাহলে তাকে টেনে কাছে নিবো আর যদি খারাপ মানুষ নিজের দলেরো হয়, তাহলে তাকে লাথি মেরে বের করে দিবো। কোনো খারাপ মানুষকে আশ্রয়-প্রশ্রয় দিবো না। সমাজের ভালো মানুষদের নিয়ে কাজ করবো।
ইফতার মাহফিলে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল আলম সেন্টু চেয়ারম্যানের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. শাহা নিজাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, জেলা কৃষক লীগের সভাপতি নাজিম উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক মানিক চাঁন সহ সমাজের বিভিন্ন স্তরের সম্মানিত ব্যক্তিবর্গ।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan