
নারায়ণগঞ্জের বন্দরে কোঁদালের কোপে সাবিনা আক্তার পান্না নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে বন্দর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।
বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ শান্তিরবাগ এলাকাস্থ জনৈক রাজিব মিয়ার বসত ঘরের সামনে কাঁচা রাস্তার উপর এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত সাবিনা আক্তার পান্না বন্দর থানার নবীগঞ্জ শান্তিবাগ এলাকার রাজিব মিয়ার স্ত্রী। সে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার শৈলারামপুর এলাকার আব্দুল রশিদ মিয়ার মেয়ে বলে জানাগেছে। হত্যাকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছেন।
বন্দর থানার এসআই রোকনুজ্জামান জানান, হত্যাকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত নারীর সুরতহাল প্রস্তুত করে লাশ মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে ভাড়াটিয়া আব্দুর রহমান পালিয়ে যায়। থানায় মামলার প্রস্তুতি চলছে।