নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ অবিলম্বে পুনর্গঠন করে কোটা সংস্কার আন্দোলন ও জুলাই বিপ্লবের চেতনাধারীদের মূল্যায়ণ করতে হবে বলে দাবি করেছেন ২০১৮ সালে কোটা সংস্কার রিটকারী ও আন্দোলনকারীরা। তারা বলেন, হাইকোর্টে রিট করে কোটা সংস্কার আন্দোলনের সূত্রপাত এবং আন্দোলনের পক্ষে মিডিয়ায় শত শত রিপোর্ট করা আলোচিত সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদকে উপদেষ্টা পরিষদে দেখতে চাই।
তারা বলেন, আজকে আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নেই কেন? দেশটাতে একটা অস্থিরতা কেন? ফেব্রুয়ারি শেষ হয়ে যাচ্ছে, অথচ শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিতে সরকার এখনো পারেনি কেন? আমরা কী এই বাংলাদেশ দেখার জন্য জীবনের ঝুঁকি নিয়ে কোটা সংস্কার রিট করেছিলাম আর জুলাই বিপ্লবে দুই হাজার লোক জীবন দিয়েছিলেন ও ৩০ হাজারের অধিক মানুষ রক্ত দিয়েছিলেন? সুতরাং দ্রুত ব্যর্থ উপদেষ্টাদের বাদ দিয়ে কোটা সংস্কার আন্দোলন ও জুলাই বিপ্লবের চেতনাধারীদের মধ্যে বঞ্চিতদের খোঁজে বের করুন এবং যোগ্য, দক্ষ ও অভিজ্ঞদের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ ঢেলে সাজাতে হবে, যেন দেশটা সুন্দরভাবে পরিচালিত হয়।
গতকাল সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে অবস্থিত আল-হেরা ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম রূপকার, গণ অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান, কোটা সংস্কার রিটকারীদের নেতা ও কোটা সংস্কারের পক্ষে শত শত প্রতিবেদন প্রকাশ করে আন্দোলনে যিনি গণজোয়ার সৃষ্টি করেন, দৈনিক ইনকিলাবের সিনিয়র সাব এডিটর মোহাম্মদ আবদুল অদুদ ও কোটা সংস্কার রিটের অন্যতম পিটিশনার ঢাবির তৎকালীন ছাত্র আনিসুর রহমান মীর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা নির্বাচন অফিসার কৃষিবিদ মোহাম্মদ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আজহারুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ডা. মো. আল-আমিন খান, ঢাবি সমাজকল্যাণ এলামনাই ফোরামের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ নওশাদুল হক, বি. ট্রান্সপোর্টের চেয়ারম্যান আলহাজ্ব বেল্লাল হোসেন ও আল-হেরা ইন্টারন্যাশনাল স্কুলের উপদেষ্টা মোবারক হোসেন খান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, স্কুলের উপদেষ্টা ও শিক্ষানুরাগী সাজেদুল ইসলাম পনি, পূর্ব সাহেবপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক সহিদুল হক খান ঝন্টু, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোশারফ হোসেন রাজু, স্কুলের উপদেষ্টা ফরহাদ হোসেন ভুইয়া, ক্যাপ্টেন অব. মাসুদ আহমেদ, আলহাজ্ব আনসার আলী মাস্টার, মো. সাইফুল ইসলাম, জাহিদ হোসেন, আমিরুল ইসলাম ও গণ অধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলা সহ সভাপতি নুরুল আমিন নুরু প্রমুখ।
প্রধান অতিথি কৃষিবিদ মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, শিশু শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। সেজন্য আল-হেরা’র উদ্যোগকে আমি স্বাগত জানাই। অনুষ্ঠানে তিনি শিশুশিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা দেখে অভিভূত হন।
এসময় ফারুক হাসান আরও বলেন, ভিনদেশী শিক্ষা, কালচার, এদেশের মানুষের আষ্টেপৃষ্ঠে লেপ্টে রয়েছে। এসব ঝঞ্জাল সরিয়ে দেশপ্রেমের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। তিনি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস তুলে ধরতে গিয়ে বলেন, ৩১ জানুয়ারি দায়েরকৃত ঐতিহাসিক কোটা সংস্কার রিট ও গণমাধ্যমে কোটা সংস্কারের পক্ষে শত শত রিপোর্ট প্রকাশ করে ঢাবির সাবেক মেধাবী ছাত্র সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ যে দৃষ্টান্ত দেখিয়েছেন, রাষ্ট্রের দায়িত্ব এই ভাষাসৈনিক সন্তান কলমসৈনিককে মূল্যায়িত করা। শেষে ৪০টি ইভেন্টে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ব্রিটিশ কাউন্সিল থেকে পুরস্কারপ্রাপ্ত অভিজাত শিক্ষাপ্রতিষ্ঠানটির আয়োজিত অনুষ্ঠানের অতিথিবৃন্দ। অনুষ্ঠানে এলাকার ১০ শিক্ষানুরাগী, ১৫ সচেতন অভিভাবক ও ২জন সেরা শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan