
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
আড়াইহাজার পৌরসভা নির্বাচন চলাকালীন স্বপ্নডানা একাডেমির মহিলা কেন্দ্রের সামনে ‘ডালিম’ প্রতীকের কাউন্সিলর প্রার্থী শব্দর আলী ভূঁইয়া ও ‘উটপাখি’ প্রতীকের জাহাঙ্গীর হোসেনের মধ্যে মারামারি হয়। খবর পেয়ে র্যাব, পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের লোকজনকে ধাওয়া দেয় এবং লাঠিচার্জ করে।
এ কেন্দ্রটি নারায়ণগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর বাড়ির কয়েক মিটার দূরে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই কাউন্সিলর প্রার্থীর তর্কের এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় ককটেল ছুড়ে মারতেও দেখা যায়। একটি ককটেল বিস্ফোরিত হয়। তবে লাল স্কচটেপ মোড়ানো ককটেল সদৃশ দুটি বস্তু সংসদ সদস্যের বাড়ির সামনে পড়ে থাকতে দেখা যায়।
জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) আবির হোসেন বলেন, ‘কেন্দ্রের সামনে বিশৃঙ্খলার ঘটনা ঘটে। আমরা উপস্থিত হয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।’