নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
শ্রমিক সংকটে কৃষকের ধান ঘরে তুলতে ছুটে গেলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন। বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে সোনারগাঁয়ে শম্ভুপুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হতদরিদ্র কৃষক বাবুল মিয়ার এক বিঘা ও আওয়ামীলীগ কর্মী মৃত ডলিম মিয়ার আধা বিঘা জমির ধান কেঁটে মাড়াই দিয়ে ঘরে তুলে দিলেন উপজেলা আওয়ামীলীগ ও এর অংঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। পাশাপাশি কৃষকদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।
রবিবার সকালে আওয়ামীলীগ নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু নেতৃত্ব দিয়ে ধান কাটা কর্মসূচী সম্পন্ন করেন। এতে অংশ নেন উপজেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শেখ এনামূল হক বিদ্যুৎ, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আঃ কাইউম, যুবলীগ নেতা জিয়াউল হোসেন, পীর মোহাম্মদ, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ইউনুস আলী, ইমরান, বাদল, রাজিব শহিদুল্লাহ, লেকু, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইবনেসিনা প্রপেল প্রমূখ।
বাবুল মিয়া বলেন, কয়েক দিন আগে থেকে তার এক বিঘা জমির ধান পেকে গেলেও অর্থাভাব শ্রমিক না পেয়ে ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না। মাঠে ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। আমার কষ্টের এ খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা এগিয়ে এসে বিনা পারিশ্রমিকে ধান কেটে দিয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু বলেন, বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে অসচ্ছল কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ। প্রথম দিনে ২ জন দরিদ্র কৃষকের দেড় বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছি। পুরো বোরো মৌসুমে এ ধারা অব্যাহত রাখবেন বলে জানান তিনি।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan