নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
আড়াইহাজারে এক কৃষকের গোয়াল ঘর থেকে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার সদর পৌরসভার ঝাউগড়া গ্রামে মৃত টোনাই এর ছেলে নাসির উদ্দিনের গোয়াল ঘর থেকে এই গরু চুরির ঘটনা ঘটে।
কৃষক নাসির উদ্দিন জানান, ওই রাতে গরুর গোয়াল ঘরে তালা দিয়ে বসত ঘরে গিয়ে শুয়ে পরেন তিনি। ভোররাতে গিয়ে দেখেন গোয়াল ঘরের দরজার তালা ভেঙে ৪টি গরু নিয়ে গেছে অজ্ঞাত চোরেরা।
গরুগুলো আগামী কোরবানীর ঈদে বিক্রির জন্য নাসির উদ্দিন মোটাতাজাকরণ করছিলেন। চুরি হয়ে যাওয়া ৪টি গরুর মূল্য প্রায় ছয় লক্ষ টাকা বলে তিনি জানান। এ চুরির ঘটনায় মালিক সর্বশান্ত হয়ে গেছেন। এ সমস্ত চুরির ঘটনা কমাতে পুলিশের রাতের টহল বাড়ানোর দাবি জানান এলাকাবাসী।
এ ঘটনার বিষয়ে আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল হক তৈয়ব জানান, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan