A Top Ads

আকতার হোসেন, সোনারগাঁ

সোনারগাঁ উপজেলার জামপুর ইনিয়নের কোবাগা, ব্রাক্ষ্মনবাওগা, টানপাড়া ওটমা এলাকার কয়েকশত বিঘা তিন ফসলি জমি বালু ভরাট করে দখলের চেষ্টা চালাচ্ছেন একটি কোম্পানীর মালিক। এ বিষয়ে শনিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী।

লিখিত অভিযোগে এলাকাবাসী উল্লেখ করেন, উপজেলার জামপুর ইউনিয়নে কোবাগা, ব্রাক্ষ্মনবাওগা, টানপাড়া, ওটমা এলাকার কয়েকশত বিঘা তিন ফসলি জমি রয়েছে। এ সকল জমি থেকে ফসল ফলিয়ে আমরা বউ-বাচ্চা নিয়ে কনো রকমে জীবন যাপন করে আসছি। সম্প্রতি কোবাগা এলাকায় নির্মিত পরিবেশ দূষণকারী সিগমা অয়েল নামে একটি প্রতিষ্ঠান আমাদের ফসলি জমি ক্রয় না করে জোরপূর্বক দখল করে বালু ভরাটের চেষ্টা করছেন। ইতিমধ্যে বালু ভরাটের জন্য পাইপ লাইন বসিয়েছেন।

পাইপলাইন বসানোর বিষয়ে বাঁধা দিলে আমাদেরে বিভিন্ন ভাবে হয়রানি সহ আমাদের পরিবারের সদস্যদের পিটিয়ে মেরে ফেলার হুমকি দেয়। আমরা নিরীহ খেটে খাওয়া মানুষ। আমাদের এই জমিতে ফসল ফলিয়ে পরিবারের সদস্যদের নিয়ে তিন বেলা খেয়ে জীবন যাপন করতে হয়। আমাদের বাব-দাদার ফসলি জমি জোরপূর্বক বালু দিয়ে ভরাট করে নেওয়ার সকল প্রস্তুতি গ্রহন করেছেন তারা। এলাকায় তারা প্রভাবশালী হওয়ায় আমরা তাদের ভয়ে মুখ খুলতে সাহস পাই না। এমতাবস্থায় আমাদের শেষ সম্বল ফসলি জমি রক্ষা করার জন্য আবেদন করেছি।

বাগবাড়িয়া গ্রামের বাসিন্দা আঃ মান্নান ও আব্দুল জাব্বার বলেন, তাদের প্রায় ৪ বিঘা জমি রয়েছে। এ সকল জমি তারা কোন কোম্পানীর কাছে বিক্রি করে নাই। কিন্তু তাদের জমি জোড়পূর্বক বালু দিয়ে ভরাটের চেষ্টা চালাচ্ছেন এলাকার কতিপয় সন্ত্রাসীরা। হরি গোপাল, রামকুমার, রাখাল চন্দ্র দাস ও মিলন চন্দ্র দাস আমাদের বাব-দাদার আমল থেকে এই চকে সত্তুর আশি বিঘা ফসলি জমি রয়েছে। এ সকল জমির ফসল ফলিয়ে কোন রকমের জীবন যাপন করছি। শুনতে পারলাম আমাদের জমি গুলো বালু দিয়ে ভরাট করে দখল করে নিবে সিগমা ওয়েল কোম্পানীর মালিক। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি।

ব্রাক্ষ্মনবাওগা গ্রামের বাসিন্দা মোক্তার হোসেন বলেন, আমাদের জীবনের শেষ সম্বল ফসলি জমি রক্ষা করার জন্য জীবন দিবো তবুও জমি দিবো না। আমাদের কোন ভাবেই জমি থেকে বিতারিত করতে পারবেনা সন্ত্রাসীরা। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির জানান, ফসলি জমি ভরাটের অনুমতি কাউকে দেওয়া হয়নি। জোরপূর্বক ফসলি জমি ভরাটের চেষ্টা করা হলে সাধারণ মানুষকে সাথে নিয়ে তাদের মোকাবেলা করা হবে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, সোনারগায়ে কৃষকদের ফসলি জমি ভরাটের চেষ্টা করছেন একটি প্রভাবশালি মহল। এ বিষয়ে ওই এলাকার কৃষকরা আমার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। কোন ভাবেই কৃষকদের ফসলি জমি বালু ভরাট করতে দেওয়া হবে না।

আগের সংবাদ দেখুনআওয়ামী লীগের পদ পেতে মরিয়া
পরের সংবাদ দেখুনবেপরোয়া ভূমিদস্যু ল্যাংড়া সাজু