নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
সোনারগাঁ উপজেলার জামপুর ইনিয়নের কোবাগা এলাকার কৃষকদের কয়েকশত বিঘা তিন ফসলি জমি বালু দিয়ে ভরাট করছেন একটি কোম্পানীর মালিক। এ বিষয়ে সোমবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়, সোনারগা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সোনারগা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী। জামপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী নায়েব হাবিবুর রহমান মুন্সির যোগসাজসে বালু ভরাট করা হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।
লিখিত অভিযোগে কৃষকরা উল্লেখ করেন, উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকার কৃষকদের কয়েকশত বিঘা তিন ফসলি জমি রয়েছে। এসকল জমি থেকে ফসল ফলিয়ে আমরা বউ-বাচ্চা নিয়ে কনো রকমে জীবন-যাপন করে আসছি। সম্প্রতি কোবাগা এলাকায় নির্মিত পরিবেশ দূষণকারী সিগমা অয়েল নামে একটি প্রতিষ্ঠান আমাদের ফসলি জমি ক্রয় না করে জোরপূর্বক দখল করে বালু ভরাটের করছেন। আমরা বাঁধা দিলে আমাদেরে বিভিন্ন ভাবে হয়রানি সহ আমাদের পরিবারের সদস্যদের পিটিয়ে মেরে ফেলার হুমকি দেয়। আমরা নিরীহ খেটে খাওয়া মানুষ। আমাদের এই জমিতে ফসল ফলিয়ে পরিবারের সদস্যদের নিয়ে তিন বেলা খেয়ে জীবন-যাপন করতে হয়। আমাদের বাব-দাদার ফসলি জমি জোরপূর্বক বালু দিয়ে ভরাট করে দখল করে নিচ্ছেন তারা। তারা প্রভাবশালী হওয়ায় আমরা তাদের ভয়ে মুখ খুলতে সাহস পাই না। এমতাবস্থায় আমাদের শেষ সম্বল ফসলি জমি রক্ষা করার জন্য আবেদন করছি।
বাগবাড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান ও আব্দুল জাব্বার বলেন, তাদের প্রায় ৪ বিঘা জমি রয়েছে। এ সকল জমি তারা কোন কোম্পানীর কাছে বিক্রি করেনি। কিন্তু তাদের জমি জোড়পূর্বক বালু দিয়ে ভরাট করে দখলের চেষ্টা করছে এলাকার কতিপয় সন্ত্রাসীরা।
হরি গোপাল ও রামকুমার বলেন, আমাদের বাব-দাদার আমল থেকে ফসলি জমি রয়েছে। এ সকল জমির ফসল ফলিয়ে কোন রকমের জীবন-যাপন করছি। আমাদের জমি গুলো বালু দিয়ে ভরাট করে দখল করে নিচ্ছে সিগমা ওয়েল কোম্পানীর মালিক। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
ব্রাক্ষ্মনবাওগা গ্রামের বাসিন্দা মনির হোসেন বলেন, আমাদের জীবনের শেষ সম্ভল ফসলি জমি রক্ষা করার জন্য জীবন দিব তবুও জমি দিব না। আমাদের কোন ভাবেই জমি থেকে বিতারিত করতে পারবে না সন্ত্রাসীরা। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
একই গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান মিয়া জানান, কতিপয় ভাড়াটিয়া সন্ত্রাসীদের ভাড়া করে কোম্পানীর মালিক আমাদের জমি বালু দিয়ে ভরাট করে দখল করছেন। আমরা প্রশাসনের সকল দফতরে লিখিত অভিযোগ করেছি, আশা করি আমরা এ বিষয়ে প্রতিকার পাবো।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক জানান, জামপুর ভূমি অফিসের সহকারী নায়েব হাবিবুর রহমান মুন্সির যোগসাজসে সিগমা অয়েল কোম্পানীর মালিক তাদের ফসলি জমি দখল করে নিচ্ছে। তবে জানতে চাইলে হাবিবুর রহমান এ বিষয়ে জড়িত নন বলে দাবি করেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, সোনারগায়ে কৃষকদের ফসলি জমি ভরাটের চেষ্টা করছেন একটি প্রভাবশালি মহল। এ বিষয়ে ওই এলাকার কৃষকরা আমার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। কোন ভাবেই কৃষকদের ফসলি জমি বালু ভরাট করতে দেওয়া হবে না। অনুমতি ছাড়া কীভাবে ফসলি জমিতে বালু ভরাট করছেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের কোন প্রকার বালু ভরাটের বৈধতা নেই। তাদের বিরুদ্ধে খুব শীঘ্রই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan