নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
একজন সৎ পরিছন্ন কর্মী প্রায় দের ভরি স্বর্ণের চেইনসহ লকেট মহজমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিয়েছেন। সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা ঘটনাটি
ঘটেছে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে মহজমপুর উচ্চ বিদ্যালয়ে।
জানা গেছে, উপজেলার ব্যারিষ্টার রাবিয়া ভূইয়া স্কুলের এস.এস.এসি পরিক্ষার্থী মহজমপুর উচ্চ বিদ্যালয়ে পরিক্ষা চলাকালিন স্বর্ণের চেইনসহ লকেট হারিয়ে ফেলেন। মা নুর বানু অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে বিদ্যালয়ে পরিছন্ন কর্মী আয়শা আক্তারকে জানান।
এদিকে পরিছন্ন কর্মী আয়শা আক্তার বিদ্যালয়ে সকালে ঝাড়ু দিতে গিয়ে স্বর্ণের চেইনসহ লকেট কুড়িয়ে পান। প্রকৃত মালিক না পেয়ে তিনি মহজমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করেন।
পরে মহজমপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক যাচাই-বাছাই করে রবিবার স্বর্ণের চেইনসহ লকেট প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেয়।
স্বর্ণের চেইনসহ লকেট ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে এস.এস.এসি পরিক্ষার্থীর মা নুর বানু বলেন, এ গহনা হারিয়ে আমাদের মন অনেক খারাপ হয়ে গিয়েছিল। এ গহনাটি ওর আব্বু দিযেছে সৎ উপার্যন করে আমার আত্মবিশ্বাস গহনাটি পাবো। তার পর ও এই চিন্তায় খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গেছে আমাদের।
তিনি আরও বলেন, এরকম ভালো মানুষ এখনো দেশে আছে। তার (পরিছন্ন কর্মী আয়শা আক্তার) জন্য মন খুলে দোয়া করেন।
স্বর্ণের চেইনসহ লকেট ফেরত দেয়া সম্পর্কে পরিছন্ন কর্মী আয়শা আক্তার বলেন, স্বর্ণের চেইনসহ লকেট পেয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। কখন আসল মালিকের কাছে ফেরত দিবো, এ চিন্তায় রাতে ঘুমাতে পারিনি। কারণ আমাদের এলাকায় কয়েকদিন আগে ওসির বাড়িতে ডাকাতি হয়েছে। এখন ফেরত দিতে পেরে চিন্তায় মুক্ত ও অনেক তৃপ্তি পেয়েছি।
মহজমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহাজুদ্দিন মিয়া বলেন, পরিছন্ন কর্মী আয়শা আক্তারের সততা দেখে আমরা মুগ্ধ হয়েছি। তার জমা দেয়া স্বর্ণের চেইনসহ লকেট যাচাই-বাছাই করে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan