A Top Ads

নারায়ণগঞ্জ জেলাধীন বন্দরের ঐতিহাসিক কুতুবিয়া দরবার শরীফ পীর আলহাজ্ব মোহাম্মদ জামাল উদ্দিন মমিন পীর সাহেবের মা-বাবার ওফাত দিবস উপলক্ষে  ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ইফতার পূর্বে কুতুবিয়া দরবার শরীফের সভাপতি হাজী কামাল উদ্দিন মমিন সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

দোয়া মাহফিল পরিচালনায় সালাউদ্দিন আল কুতুবী মাওলানা আব্দুল হাফেজ রোমান ও কুতুবিয়া দরবার শরীফ মাজার শরীফের খাদেম শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন ফকির।

এ সময়ে উপস্থিত ছিলেন পীর সাহেবের ভাই আমানুল্লাহ মমিন, সানাউল্লাহ মমিন, আসানুল্লাহ মমিন, হাসান উল্লাহ মমিন, আলহাজ্ব মনিরুল জামান, মোহাম্মদ আলী।

এছাড়া আরো উপস্থিত ছিল পীর কেবলা বড় ভাতিজা মুক্তার হোসেন লিটন, মো. ফারুক মমিন, মোহাম্মদ রানা মমিন, মো. সুমন মমিন, আনিসুর রহমান, আনোয়ার হোসেন, মোহাম্মদ আওলাদ, মো. মোহাম্মদ আলী,মো. দেলোয়ার হোসেন, মুস্তাফিজুর রহমান চুন্নু, মো. সুমন খন্দকার, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ কবির  হোসেন,বিল্লাল ডাক্তার, হাজী  মুতি মিয়া, মুজিবুর রহমান, খোরশেদ আলম,শেখ ফরিদ।  মুতালেব,কামরুল হাসান  মোহাম্মদ মহিউদ্দিন, জসীমউদ্দীন, মোঃ ইদ্রিস, মো. আবুল, মো. রাসেল  মো. সাব্বির, মোহাম্মদ কায়েস, আরো উপস্থিত ছিল পীর সাহেবের ভাতিজা , কামরুল হাসান রনি মমিন, মো. ইমরান মমিন, উজ্জ্বল মমিন,ফয়সাল মমিন সহ কুতুবদিয়া দরবার শরীফের ভক্তবৃন্দ।

আগের সংবাদ দেখুনবিজিবি`র উদ্যোগে দুঃস্থদের ইফতার সামগ্রী বিতরণ
পরের সংবাদ দেখুনসুজাউদ্দিন আহমেদ বাদল এর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা