নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
বন্দর থানা এলাকার কুখ্যাত ডাকাত স্বপণকে বিদেশী পিস্তলসহ গ্রেফতার করেছে র্যাব-১১। ৩ মে বন্দর থানাধীন তালতলা সাকিনস্থ মদনপুর-বন্দরগামী হাইওয়ে রোড সংলগ্ন পায়েল রোলিং মিলের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর ডাকাতির প্রস্তুতি গ্রহনকালে বিদেশী পিস্তলসহ দুর্ধর্ষ ডাকাতকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। সে চাঁনপুর দক্ষিণপাড়ার আলী ভান্ডারীর ছেলে। অভিযানে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ২টি লোহার পাইপ, ১টি ছোরা, ১টি মোবাইল, ১টি সীম উদ্ধার করা হয়।
বুধবার (৩ মে) র্যাব-১১’র সহকারী পরিচালক মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামী সংঘবদ্ধ ডাকাত চক্রের সর্দার। সে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় রাস্তায় চলাচলরত ব্যাটারিচালিত অটোরিক্সা ডাকাতির সাথে সরাসরি জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করেছে। তার বিরুদ্ধে বন্দর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan