
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নগরীর কালিরবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে মাংস্পট্টিতে এ অগ্নিকান্ড ঘটে।
এরই মধ্যে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
হাজিগঞ্জ ফায়ার স্টেশনের অফিসার গোলাম মোস্তফা লাইভ নারায়ণগঞ্জকে জানান, রাত ১১ টার দিকে কালির বাজারে মন্দিরের পিছনের এলাকা, মাংসপট্টিতে আগুন লেগেছে। নারায়ণগঞ্জ ফায়ার স্টেশন ও হাজিগঞ্জ ফায়ার স্টেশন থেকে দুটি করে মোট চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।