A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার সোনারগাঁ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামকে ইঙ্গিত করে দেখে নেওয়ার হুমকি প্রধান করেছেন। সংসদ নির্বাচনে আমাকে পরাজিত করার জন্য আমার প্রতিপক্ষ নেতারা ষড়যন্ত্র করেছিলো।

সকল ষড়যন্ত্র মোকাবেলা করে তৃনমূল আওয়ামীলীগের নেতাকর্মীরা আমাকে বিশাল ভোটে বিজয়ী করেছে। আওয়ামীলীগের একজন কর্মীর উপর কেউ আঘাত করতে আসলে আমার উপর করা হলো। সেই সকল লোকদের যেকোন মূল্যে প্রতিহত করা হবে। যারা নাকি মাত্র চেয়ারে বসে নিজেকে কি জানি হয়ে গেছেন মনে করেন তাদের বিষয়ে বিরুপ প্রতিক্রিয়া করেন এই সাংসদ। সোনারগাঁয়ে এসকল নেতাদের কোনভাবেই মেনে নেওয়া হবে না। বিনা কারণে হুমকি ধুমকি দিয়ে আর্থিক ফায়দা লুটার চেষ্টা করা হচ্ছে।

সম্প্রতি পিরোজ ইউনিয়ন এলাকায় ব্যবসা বাণিজ্য নিয়ে আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে দ্বন্দ্ব সৃষ্টি করতে চাইছে তাদের প্রতিহত করতে আমাদের মাত্র দুই মিনিট সময় লাগবে। এসকল লোকেরা আওয়ামীলীগের কাতারে পরে না। শুক্রবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা নিউ টাউন এলাকায় আওয়ামীলীগ কার্যালয়ে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে উৎকন্ঠা ও আতংক বিরাজ করছে।

আওয়ামীলীগের একজন নেতা নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে জানান, সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান কালামের দ্বন্দ্ব প্রায় প্রকাশ্যে রুপ ধারণ করছে। এতে নেতাকর্মীদের মধ্যে ক্ষুভের সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণে সম্পাদক মাহফুজুর রহমান কালাম নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে জানান, যারা দলের এই ক্লান্তিলগ্নে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করছে তাদের রিরুদ্ধে আমার বলার কোন ভাষা নেই। তিনি বলেন, সাংসদ সদস্য যেভাবে আমাকে ইঙ্গিত করে বক্তব্য দিয়েছেন এটা আমার সাথে প্রকাশ্যে শত্রুতা সৃষ্টি করছেন তিনি।

 

আগের সংবাদ দেখুনআমি দেশেই আছি : শামীম ওসমান
পরের সংবাদ দেখুনআন্দোলনের সময় সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ