A Top Ads

বন্দরে একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্টো-ট-১১-৬১৩৩) এর ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

 

তারা হলেন বন্দর উপজেলার পূর্ব কেওঢালা এলাকার মৃত মোদাস্বের মিয়ার ছেলে আমান উল্লাহ আমান (৩৫) ও জাঙ্গাল এলাকার আমিনুল মিয়ার ছেলে শিশির মিয়া (২৮)।  নিহতরা সম্পর্কে আপন মামাতো ফুফাতো ভাই।

বুধবার বিকেল তিনটায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় অলম্পিক কারখানার পাশে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। মদনপুর থেকে জাঙ্গাল এলাকায় যাওয়ার পথে তারা এই দূর্ঘটনার শিকার হন তারা।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ ইব্রাহীম মিয়া এর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও বলেন, দূর্ঘটনার জন্য দায়ী কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও এর চালক পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

আগের সংবাদ দেখুনগণ গ্রেপ্তারে নিন্দা ও প্রতিবাদ
পরের সংবাদ দেখুনকয়েক হাজার নেতাকর্মী নিয়ে মান্নানের যোগদান