প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৫, ১:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৯, ২০২৪, ৯:৩০ অপরাহ্ণ
কাজী মনিরের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় লুটপাট ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের লোকজন জড়িত আছে এমন বক্তব্য দেয়ায় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ডেমরা-কালীগঞ্জ সড়কে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন চনপাড়া এলাকার তিন শতাধিক নারী পুরুষ।
এ সময় বিক্ষোভ সমাবেশে তারা বিএনপি নেতা কাজী মনিরের বক্তব্য মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে এর তীব্র প্রতিবাদ জানান। কাজী মনিরকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অবাঞ্ছিত ঘোষণাও করেন তারা। অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে কাজী মনিরের প্রতি আহ্বান জানান চনপাড়াবাসী। অন্যথায় এর উচিত জবাব দেয়ার হুঁশিয়ারি দেন চনপাড়ার বাসিন্দারা।
বক্তারা অভিযোগ করে বলেন, গত দুদিন আগে কাজী মনির রূপগঞ্জের রূপসী এলাকায় গাজী টায়ার কারখানায় লুটপাট ও আগুন দেয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় কাজী মনির বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের বলেছিলেন এই কারখানায় নাকি চনপাড়া বস্তির লোকজন এসে লুটপাট করে আগুন দিয়ে গেছে।
বক্তারা কাজী মনিরের এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, কাজী মনির চনপাড়াবাসীর প্রতি মিথ্যা অপবাদ দিয়েছেন। তার এই কথা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। এই নাশকতার ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করতে কাজী মনির রাজনীতির দিকে ঠেলে দিচ্ছেন। তিনি এটা খুবই অন্যায় কাজ করছেন। এছাড়া চনপাড়া পুনর্বাসন কেন্দ্রকে ‘চনপাড়া বস্তি’ বলে মন্তব্য করে এখানকার বাসিন্দাদের কাজী মনির অপমান করেছেন। এটা কোনভাবেই আমরা মেনে নিরে পারছি না। এই বক্তব্যের জন্য কাজী মনিরকে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং তার বক্তব্য প্রত্যাহার করতে হবে।
বিক্ষোভ সমাবেশ শেষে কাজী মনিরের কুশপুত্তলিকা ঝাড়ু দিয়ে পিটিয়ে ক্ষোভ প্রকাশ করেন চনপাড়াবাসী। পরে কুশপুত্তুলিকায় আগুন দিয়ে দাহ করে এলাকার বিভিন্ন স্থানে ঝাড়ু মিছিল করেন তারা।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan