নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার গোপালদী পৌরসভার ১নং ওয়ার্ড এলাকায় কাউন্সিলর প্রা্র্থী ফরিদ খান এ-র পাঞ্জাবি মার্কা নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকটি নগর ডৌকাদীর জয়নাল মিয়ার বাড়িতে জনগনের উল্লাসে কাপা এক উৎসব মুখর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সবার মুখে মুখে স্লোগান - গোপালদী পৌরসভার ১নং ওয়ার্ড বাসি, পান্জাবি৷ মার্কা ফরিদ খান ভাই কে ভালবাসি।ধনী গরিব
ফরিদ খান পাঞ্জাবি মার্কায় ভোট দিন মিলেমিশে। ২১ তারিখ সারাদিন ফরিদ খান কে
পাঞ্জাবি মার্কায় ভোট দিন। ১নং ওয়ার্ড বাসি একজোট ফরিদ খান কে পাঞ্জাবি মার্কা দেব ভোট।
উক্ত উঠান বৈঠক ও নির্বাচনী প্রচার বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদ খান- কমিশনার প্রার্থী।উপস্থাপনায় রমজান মিয়া, সভাপতিত্ব করেন - হাজী বিরাম খান, বিশেষ অতিথি - ইউনুস মিয়া ও মাসুদ মিয়া এবং সক্রিয় অংশ গ্রহণ এ ১নং ওয়ার্ড বাসি গোপালদী পৌরসভা।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan