
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: সারাদেশে বিএনপির সকাল সন্ধ্যা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করার সময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ সাত বিএনপিকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সকালে সিদ্ধিরগঞ্জের মিতালি মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়ে। আটককৃত হলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ফারুক মিয়া, ইসমাইল মিয়াসহ সাত জন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বিএনপি কর্মীদের নিয়ে ফটোসেশন করার সময় তাদের গ্রেফতার করেন থানা পুলিশ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, মহাসড়কে নাশকতার চেষ্টা করলে আমরা সাত জনকে আটক করেছি। এর মধ্যে কাউন্সিলর ইকবাল পুরাতন মামলায় ওয়ারেন্টভুক্ত ছিলেন।