বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলামের লোক পরিচয়ে সিদ্ধিরগঞ্জের মিজমিজি শাপলা চত্তর এলাকার শাহাবুদ্দিন নামে এক ব্যক্তির নির্মাণাধীন দোকান ভাঙচুর করেছে রুবেল নামে এক যুবক। সোমবার বেলা ৩টায় দোকানের উদ্দেশ্যে দেয়াল নির্মাণের সময় এ হামলা চালায় রুবেল ও তার সহযোগী আরো ৫ থেকে ৬ জন।
অভিযুক্ত রুবেল স্থানীয় কাউন্সিলর আনোয়ার ইসলামের ভাতিজা এবং মিজমিজি জোড়া খাম্বা এলাকার মৃত কালামের ছেলে। তার বিরুদ্ধে কাউন্সিলরের লোক পরিচয়ে অসংখ্য অপরাধ মূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
ভুক্তভোগী শাহাবুদ্দিনের ছেলে মহিউদ্দিন জানান, তাদের মালিকানা জমিটি রাস্তার পাশে অবস্থিত। উক্ত জায়গায় তারা দোকান নির্মাণ কাজ করলে অভিযুক্তরা এসে দোকানের দেয়াল ভাঙচুর করে এবং নির্মাণ সামগ্রী নষ্ট করে। এসময় নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকদের ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করে হামলাকারীরা।
নির্মাণ শ্রমিকরা জানায়, নির্মাণ কাজ চলাকালে হঠাৎ রুবেল সহ অজ্ঞাত ৫/৬ জন লোক এসে নির্মাণ কাজ বন্ধ করে দেয় এবং দেয়াল ভেঙে ফেলে। নির্মাণ কাজ যেন না করা হয়, সেজন্য তারা হুমকি দিয়ে চলে যায়।
এ বিষয়ে নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম তার ভাতিজার পক্ষ নিয়ে জানান, এ বিষয়ে তাদের ডাকা হয়েছে। শাহাবুদ্দিনের প্রতিবেশী হজ্জে গেছেন, সেখান থেকে আসলে এ বিষয় নিয়ে বসা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, শাহাবুদ্দিন ও হাবিব জমির মালিক সূত্রে প্রতিবেশী। তাদের দুই জনের জমির মাঝে রাস্তা রয়েছে। উক্ত রাস্তার জায়গা নিয়ে তাদের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ বিদ্যমান। এই দ্বন্দের জেরে হাবিবের পক্ষ নিয়ে কাউন্সিলর আনোয়ার ইসলামের ভাতিজা রুবেল শাহাবুদ্দিনের নির্মাণাধীন দোকান ভাঙচুর করেছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan