A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এর জন্মদিন পবিত্র ১২ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী ও ডিজিটাল বাংলাদেশের রূপকার শেখ হাসিনা’র ৭৭ জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল ও নেওয়াজ বিতরণের আয়োজন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাত নাম্বার ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান রিপন। বাদ এশা কদমতলীতে তার কার্যালয়ে এ আয়োজন করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাত নাম্বার ওয়ার্ড আওয়ামলীগের সভাপতি আ: লতিফ ফকির, সাধারণ সম্পাদক ফজলুল হক হাওলাদার, সেচ্ছাসেবকলীগ নেতা আশরাফুল ইসলাম, আদমজী এম ডব্লিউ স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মহসিন হোসেন, আমিনুল ইসলামসহ আরো অনেকে।


এসময় ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান রিপন বলেন,“পবিত্র ১২ই রবিউল আউয়াল শরিফে আল্লাহ তায়ালার সমস্ত সৃষ্টির জন্য রাহমাতাল্লিল আলামিন হিসেবে আমারদের প্রিয় নবী (দঃ) কে দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত জগতের জন্য রহমত হিসেবে।

আইয়্যামে জাহেলিয়াতের যুগে, যে সময় শিশু কণ্যা সন্তান জন্ম নিলে জীবন্ত কবর দেয়া হত সে সময় রাসূলেপাক (সঃ) দুনিয়ার বুকে আগমন করে তার আদর্শ সমাজে বাস্তবায়নের মাধ্যমে দুনিয়ার বুকে শান্তি প্রতিষ্ঠা করেছেন। রাসুলের আদর্শকে বুকে লালন করে তার আদর্শ অনুসরণ করে আমাদের ইহকালের কল্যাণ ও পরকালের মুক্তি সাধিত হবে।


এসময় তিনি আরো বলেন, জাতির জনকের কন্যা জননেত্রী খেশ হাসিনা আজকে এ দিনে দুনিয়াতে আসছেন। ‘আমরা যেমন বলি বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, তেমনই শেখ হাসিনার জন্ম না হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের কাজ জাতি চোখে দেখত না। শেখ হাসিনার জন্মের সফলতা ও সার্থকতা কর্মের মধ্য দিয়ে।

তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের রাজনৈতিক স্বাধীনতার রোল মডেল। শেখ হাসিনা আমাদের উন্নয়ন এবং অর্জনের রোল মডেল। তিনি নিজে যা অর্জন করেছেন, তা নজিরবিহীন। বিশ্বদরবারে বাংলাদেশকে বিশেষ মর্যাদায় উন্নীত করেছেন।

 

 

আগের সংবাদ দেখুনমাছ বিক্রেতার ছেলে কোটিপতি মেম্বার
পরের সংবাদ দেখুনশহরে বর্নাঢ্য জশনে জুলুস