নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চার নাম্বার ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুউদ্দিন মিয়া, বাংলাদেশ আন্ত:জিলা ট্টাক চালক ইউনিয়নের শিমড়াইল শাখার সভাপতি নুরুজ্জামান জজ এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিন নাম্বার ওয়ার্ড কাউন্সিলর শাহ-জালাল বাদলের দাদি আলিমুন্নেচ্ছা ইন্তেকাল করেছেন। সন্ধায় ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছে ১০২ বছর। তিনি তার ছয় ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কমনা করে নারায়ণগঞ্জসহ দেশব্যাসীর কাছে দোয়া কামনা করেছেন সভাপতি নুরুজ্জামান জজ।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan