A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

শিরোনামের স্লোগানকে সামনে রেখে সোনারগাঁয়ে পশ্চিম সনমান্দি যুব জনকল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট ক্রিকেট ম্যাচ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) দুপুরে সোনারগাঁয়ে সনমান্দি ইউনিয়নের পশ্চিম সনমান্দি মালেক মেম্বার স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল ম্যাচটি পশ্চিম সনমান্দি নাইট রাইডার্স বনাম পূর্ব সনমান্দি জব্বর একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় পশ্চিম সনমান্দি নাইট রাইডার্স দল পূর্ব সনমান্দী জব্বর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। ম্যাচ শেষে আয়োজক কমিটির উপস্থিতিতে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবাদিক মনিরুজ্জামান মনির। এছাড়া প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম খোকন। বিবি আছিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনির হোসেনের সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন সনমান্দি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে ফাইনাল খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন ফয়সাল আহম্মেদ, রাসেল আহম্মেদ আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

আগের সংবাদ দেখুনফসলি জমি রক্ষায় মানববন্ধন চলাকালে সন্ত্রাসী হামলা
পরের সংবাদ দেখুনপিস্তল, গুলি ও ইয়াবাসহ সাবেক এনএসআই গ্রেপ্তার