
নারায়ণগঞ্জ ক্রাইন নিউজ: ঢাকা মহানগর দক্ষিনের সেচ্ছাসেবকলীগ সভাপতি ও দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুল হাসান রিপন বলেছেন, ‘আমরা যেমন বলি বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, তেমনই শেখ হাসিনার জন্ম না হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের কাজ জাতি চোখে দেখত না। শেখ হাসিনার জন্মের সফলতা ও সার্থকতা কর্মের মধ্য দিয়ে।
তিনি বৃহস্প্রতিবার বিকেলে জননেত্রী শেখ হাসিনা’র ৭৭তম জন্মদিন উপলক্ষে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আলমগীর মিয়ার সভাপতিত্বে এসময় কলেজটির শিক্ষক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে।
এসময় কামরুল হাসান রিপন আরো বলেন, বঙ্গবন্ধু আমাদের রাজনৈতিক স্বাধীনতার রোল মডেল। শেখ হাসিনা আমাদের উন্নয়ন এবং অর্জনের রোল মডেল। তিনি নিজে যা অর্জন করেছেন, তা নজিরবিহীন। বিশ্বদরবারে বাংলাদেশকে বিশেষ মর্যাদায় উন্নীত করেছেন।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পরিবারের সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।