
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১ দফা দাবি আদায়ের লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধিনে জাতীয় নির্বাচনের দাবিতে ঢাকার সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে যোগদান করবেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতৃবৃন্দ।
জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিনের নির্দেশনায় বিপুল সংখ্যক নেতা-কর্মীদের নিয়ে সিদ্ধিরগঞ্জ থেকে বিশাল শোডাউনের মাধ্যমে বিএনপির মহাসমাবেশে অংশগ্রহণ করবেন ইকবাল হোসেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জানান, ফ্যাসিস্ট সরকার হাসিনার পদত্যাগ, নির্দলীয় সরকারের অধিনে আগামী জাতীয় নির্বাচন সহ ১ দফা দাবি আদায়ের লক্ষে ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দিতে আমরা বিপুল সংখ্যক নেত-কর্মী সকল প্রস্তুতি গ্রহণ করেছি। সরকার ও পুলিশের সকল বাধা উপেক্ষা করে ১ দফা দাবি বাস্তবায়নের লক্ষে আমরা প্রস্তুত আছি। আমাদের দাবি না আদায় করে ঘরে ফিরবোনা। আমাদের আন্দোলন-সংগ্রাম লাগাতার চলমান থাকবে।
এর আগে বিএনপির কেন্দ্রীয় সমাবেশকে সফল করতে নেতা-কর্মীদের সাথে আলোচনা পর্ব সম্পন্ন করেছেন ইকবাল হোসেন। বিএনপি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সমাবেশে যোগদানের জন্য আহ্বান জানিয়ে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় পোস্টারও লাগিয়েছেন তিনি।