A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

রূপগঞ্জে কবরস্থান কমিটির সভাপতিকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে অর্থ আদায় করার অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। গত সোমবার উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বলাইখা এলাকায় অবস্থিত নিজ বাড়ি থেকে দেলোয়ার গাজীকে উঠিয়ে নেয় যুবলীগ নেতা আল আমিন সহ তার লোকজন। তবে ঘটনা জানাজানি হয় বুধবার সকালে।

অভিযুক্ত আল আমিন গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। এছাড়া তিনি ইটবালুর ব্যবসা করেন।

ঘটনার বর্ণায় নাগেরবাগ সামাজিক কবরস্থান কমিটির সভাপতি ও নির্যাতনের শিকার দেলোয়ার গাজী বলেন, গত কয়েকদিন আগে যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিনসহ তার লোকজন নাগেরবাগ এলাকায় আরেকটি কবরস্থান করার উদ্যোগ নেয়। পাশাপাশি দুটি কবরস্থান নিয়ে গ্রামবাসীর মধ্যে মতপার্থক্য তৈরি হয়। এতে ক্ষিপ্ত হয়ে গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন তার লোক দিয়ে আমাকে বলাইখা এলাকায় তার অফিসে উঠিয়ে নিয়ে যায়।

কবরস্থান কমিটির সভাপতি ভাস্যমতে, তাকে উঠিয়ে নেয়ার পর অপমান করা হয়। পরে তার সাথে থাকা ৭ হাজার টাকা নিয়ে যায় তারা। গ্রামবাসীকে ঘটনা জানালে ক্ষতি করার হুমকি দিয়ে দেলোয়ার গাজীকে পাঠানো হয় বাড়িতে। পরে বাড়িতে ফিরে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান ঘটনার বর্ণনা দিলে পরদিন সকালে ফিরিয়ে দিয়ে যায় টাকা।

কবরস্থান কমিটির সদস্য ও গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায়, নাগেরবাগ এলাকায় স্থানীয়দের চেয়ে বহিরাগত মানুষের সংখ্যা বেশি। যারাই ওই গ্রামে বাড়ি করেন, তাদের কাছ থেকে চাঁদা নেন যুবলীগের নেতা আল আমিনের লোকজন। আর চাঁদা দিতে অস্বীকার জানালে উঠিয়ে নেয়া হয় তার অফিসে। এমনকি বেশি দামে জোর করে বিক্রি করা হয় বাড়ি নির্মাণের সামগ্রী।

তবে এসব অভিযোগ মানতে নারাজ গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন। কবরস্থান কমিটির সভাপতিকে উঠিয়ে নেননি বলেও দাবি করেন তিনি। তবে সাত হাজার টাকা ফেরত দেয়া হয়েছে বলে জানান তিনি।

যুব লীগের এই নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ হলে আইনী ব্যবস্থা নেয়ার কথা জানান রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আতাউর রহমান।

আগের সংবাদ দেখুনশীতলক্ষ্যায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
পরের সংবাদ দেখুনকলামিস্ট ফোরাম অব বাংলাদেশ’র সম্পাদক আলীম