A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার (৩০ এপ্রিল) দুপুর ১২টায় পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকায় নাসিম ওসমান মডেল হাই স্কুল প্রাঙ্গনে আয়োজিত দোয়ার অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, ওসমান পরিবার বলতে শুধু আমাদের পরিবারের এই কয়জন ভাই বোন নয়।

ওসমান পরিবার বলতে আমরা বুঝি নারায়ণগঞ্জে যারা আমাদের ভালোবাসেন, যারা এই পরিবারটাকে সম্মানিত করেছেন। আজকে যারা দলমত নির্বিশেষে এখানে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে নিয়েই ওসমান পরিবার। আপনারা আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবাইকে একসাথে নিয়ে মানুষের কল্যাণে রাজনীতি করে যেতে পারি।

পরিবারের পক্ষ থেকে আয়োজিত উক্ত দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের বর্তমান সাংসদ একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, বন্দর উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ রশিদ, ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু, নারী ভাইস চেয়ারম্যান ছালিমা শান্তা, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা কুদরত-এ-খোদা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন, মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল সহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিভিন্ন অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আগের সংবাদ দেখুনজাতীয় পার্টির নেতা হত্যা চেষ্টার অভিযোগ
পরের সংবাদ দেখুনকেউ কেউ সাইনবোর্ড ব্যবসা শুরু করেছে : সেলিম ওসমান