সোনারগাঁও প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর এলাকায় বসন্তকালীন একক আবাসন মেলার আয়োজন করা হয়েছে। রবিবার রাতে এসেপ্ট কোম্পানীর উদ্যোগে তিন শতাধিক পরিবার এ মেলায় অংশগ্রহণ করেন। এসময় দেশীয় পিঠার উৎসব সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অংশ নেয়া আব্দুল মান্নান জানান, বাংলাদেশের প্রাচীণ রাজধানী সোনারগায়ে বসবাসের উপযোগী হিসেবে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষে এসেপ্ট কোম্পানী কাজ করে যাচ্ছে। এ প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়ন হলে স্কুল, কলেজ, মাদ্রাসা সহ এলাকার ব্যাপক উন্নয়ণ হবে।
মেলায় ঘুরতে আসা আব্দুর রশিদ জানান, এ মেলাতে এসে খুব ভালো লাগছে। পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতসবাজিতে অনেক মুগ্ধ হয়েছি।
এসেপ্ট কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে আমরা সোনারগায়ের জামপুর এলাকায় মানুষের নিরাপদে বসবাস করার জন্য আধুনিক নগরী গড় তুলছি। আমাদের প্রকল্পটি বাস্তবায়ন হলে কায়েক লক্ষ লোকের নিরাপদ বাসস্থানের ব্যবস্থা হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan