A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় ঈদ পরবর্তী আনন্দ মেলার নামে চলছে জমজমাট জুয়া আসর। এসব আসরগুলোতে প্রতিনিয়তই ভীড় করছেন এলাকার স্থানীয় চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক সেবী, ও চিহিৃত অপরাধীরা। ফলে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই ও কিশোরগ্যাংয়ের উৎপাত আসংখ্যা জনক হারে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ, উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন ওই সকল এলাকার বাসিন্দারা। উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন অবস্থায় মেলা চলায় পরীক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা।

সরেজমিনে দেখা যায়, ঈদের দিন থেকে সিআইখোলা এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জায়গা দখল করে “ঈদ আনন্দ মেলা”র নামে মেলা চালাচ্ছেন মিঠু ওরফে মেলা মিঠু ও তার সহযোগী ইমন মিয়া। স্থানীয় বাসিন্দা ইদ্রিস মিয়া ও সুমন মিয়া নামে দুই ব্যক্তি তাদেরকে সহযোগীতা করছেন। সাথে রয়েছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তিও। মেলায় ছোট ছোট ঘর বসিয়ে হরেক রকমের মনোহারী বিক্রির নামে রাতভর জুয়া চালান তারা। রাত দশটার পর তিন তাসের নামে চলে লাখ লাখ টাকার জুয়াখেলা। এতে প্রতিদিন সর্বশান্ত হচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের লোকজন। ফলে বাড়ছে পারিবারিক কলহ।

স্থানীয়রা জানান, ঈদের পর দিন থেকে শুরু হয়ে মেলাটি আজ প্রায় বারো দিন ধরে চলছে। মেলার কারণে আশপাশের মানুষের বিভিন্ন ক্ষতি সাধন হচেছ। রাতভর মেলার নামে জুয়া চালান মেলা কর্তৃপক্ষ। কোন রকম অনুমোদন ছাড়া কিভাবে সরকারি জমিতে মেলা চালিয়ে যাচ্ছেন তা আমাদের বোধগম্য নয়। থানা পুলিশও কোন ব্যবস্থা নিচ্ছে না।

আদমজী ইপিজেটের শ্রমিক শাহ-আলম মিয়া জানান, আমি মেলায় ঘুরতে এসেছিলাম। লোভে পড়ে তিন তাসের জুয়া খেলে পকেটে যা ছিলো সব খুইয়েছি। আমার ব্যবহৃত মোবাইল ফোনটিও তাদেরকে দিয়ে দিতে হয়েছে।

সিআইখোলা এলাকার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী তাবাচ্ছুম মিম জানান, পরীক্ষা চলাকালীন সময়ে কিভাবে মেলা চলে এটা কোন ভাবেই মেনে নিতে পারছিনা। মেলা চলায় আমাদের লেখাপড়ার মারাত্মক ক্ষতিগ্রস্থ হচেছ। দ্রুত এ মেলা বন্ধ করার দাবি জানান তিনি।

আবুল কালাম নামে এক অভিভাবক জানান, অবৈধ মেলাকে কেন্দ্র করে ইভটিজিং, মাদকসেবী, কিশোর গ্যাংয়ের উৎপাত এলাকায় বেড়েছে। যা আমাদের প্রতিনিয়তই ভাবিয়ে তুলছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত এই মেলা বন্ধের দাবি জানাই।

এ বিষয়ে জানতে চাইলে ঈদ আনন্দ মেলার পরিচলক মিঠু মিয়া জানান, মেলার সবকিছু আয়োজন করেছেন ইদ্রিস মিয়া ও সুমন মিয়া নামে দুই ব্যক্তি। আমি শুধু দোকানপাট বসিয়েছি। মেলার নামে কিভাবে জুয়ার আসর বসিয়েছেন এ বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদত্তোর দিতে পারেনি।

অবৈধ মেলার বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এক নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম জানান, এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে মেলা চলা অত্যন্ত দুঃখজনক। এই মেলা খুব শিঘ্রই উচ্ছেদ করা হবে বলে জানান তিনি।

এ বিষয়টি জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা সিদ্ধিরগঞ্জের সিআইখোলায় মেলা চলছে বিষয়টি জানা নেই। তবে অবৈধ মেলা কোনভাবে করতে দেওয়া হবে না। পুলিশ পাঠিয়ে এই অবৈধ মেলা উচ্ছেদ করা হবে।

আগের সংবাদ দেখুনসিদ্ধিরগঞ্জে শুভ সংঘের কমিটি গঠন
পরের সংবাদ দেখুনখেলাফত মজলিসের গণ সমাবেশ