A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে সিনিয়র আইনজীবী এ বি এম ওয়ালিউর রহমান খাঁনকেই চাইছেন সোনারগাঁবাসী। তারা বলছেন, যিনি সোনারগাঁয়ের উন্নয়ণে নিজেকে নিয়োজিত করবে, সোনারগাঁয়ের মানুষের জীবনমান উন্নয়ণে সবসময় পাশে থাকবে,গরীব,দু:খীর, মেহনতি মানুষের সেবায় নিজের জীবন বিলিয়ে দিবে তেমনই একজন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সিনিয়র আইনজীবী এ বি এম ওয়ালিউর রহমান খাঁন।

এলাকাবাসীরা জনায়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোনারগাঁয়ের সাধারণ ভোটাররা ইতিমধ্যেই প্রার্থীদের নিয়ে নানা সমীকরণ শুরু হয়েছে। প্রতিদিনই প্রার্থীদের হিসেব নিকেশ নিয়ে পাড়া মহল্লা চায়ের দোকানে চায়ের কাপে ঝড় তুলছেন ভোটাররা। তারা বলছেন, অতিতে অনেক প্রার্থীই তাদের ধোকা দিয়ে বোকা বানিয়েছেন। ভোট নিয়ে বিশ^াসের মর্যাদাতে পানি ঢেলেছেন। এবার আর এমনটি করতে চাইছেন না তারা। একজন সৎ, যোগ্য, শিক্ষিত ও আদর্শবান প্রার্থীকেই তারা চাইছেন।

আব্দুল করিম নামে এক চা দোকনি জানান, প্রতিদিনই চা দোকানে নির্বাচন নিয়ে আলোচনা হয়। ভোটাররা আর আগের মত ভুল করতে চাইছেন না। ক্লিন ইমেজ, সুশিক্ষিত ও আদর্শবান হিসেবে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)’র এর মনোনীত প্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট এ বি এম ওয়ালিউর রহমান খাঁনকেই তারা বেছে নিবেন এমনই গুঞ্জন চলছে চায়ের দোকানগুলোতে।

মোগড়াপাড়া চৌরাস্তা এলাকার সবজি বিক্রেতা আবুল মিয়া জনান, প্রতিদিনই সবজি কিনতে এসে সাধারণ মানুষরা নির্বাচন নিয়ে আলোচনা করেন, সোনারগাঁয়ে একজন প্রার্থী রয়েছে যিনি অত্যান্ত সৎ ও যোগ্য এবং সুশিক্ষিত। তাকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে বিজয়ী করতে চান ভোটাররা। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক ডেপুটি এটর্নি জেনারেল সোনারগাঁয়ের গর্ব এবিএম ওয়ালির রহমান খাঁন।

সোনারগাঁও বিশ^বিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আশিকুর রহমান জানান, এডভোকেট ওয়ালিউর রহমান খাঁন ১৯৭৫ সালে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে এল এল বি(অনার্স), ১৯৭৬ সালে একই বিশ^বিদ্যালয় থেকে এল এল এম ডিগ্রী অর্জন করেন। ১৯৮০ সালে তিনি আইন পেশায় যোগদান করেন। ১৯৮৫ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সনদ প্রাপ্ত হন এবং ২০১১ সালে জোট সরকারের আমলে ডেপুটি এটর্নি জেনারেল হন। তিনি প্রায় ৪৬ বছর আইন পেশায় নিজেকে নিয়োজিত করে দেশজুড়ে সুনাম অর্জন করেছেন। তিনি সোনারগাঁবাসীর গর্ব। তাকেই আমরা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করব ইনশাল্লাহ।

কাসেম মিয়া নামে সনমান্দি এলাকার এক বাসিন্দা জানান, এবারের নির্বাচনে আমরা নতুন প্রার্থীকেই ভোট দিয়ে নির্বাচিত করতে চাই। যে প্রার্থীর কোন বদনাম নেই। তাকেই আমরা ভোট দিয়ে সংসদ সদস্য বানাতে চাই।
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সিনিয়র আইনজীবী এ বি এম ওয়ালিউর রহমান খাঁন জানান, আমি সোনারগাঁয়ের আপামর জনতার উন্নয়ণের জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি। আশা করি নির্বাচিত হতে পারলে সোনারগাঁকে একটি স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলব।

সোনারগাঁ থেকে মাদক,সন্ত্রাস,জঙ্গীবাদসহ সকল ধরনের অন্যায়,অত্যাচার থেকে সাধারণ মানুষকে বাঁচাতে সবোচ্চ প্রদক্ষেপ গ্রহন করবো। এছাড়া সমাজ থেকে মাদক, ইভজিজিং, বাল্যবিবাহ রোধে কার্যকরি প্রদক্ষেপ গ্রহন করবো। তিনি বলেন, আমি নির্বাচিত হতে পারলে সোনারগাঁ হবে উন্নয়ণের নগরী। দেশের সকল জেলার উন্নয়ণের রোল মডেল। তিনি আরো বলেন, প্রাচীন বাংলার রাজধানী ঢাকার অদূরে হওয়ার পরেও তেমন কোন উন্নয়ণের ছোয়া লাগেনি। আমি একবার যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি তাহলে বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁয়ের রুপ পাল্টে দিবো ইনশাল্লাহ।

 

 

 

আগের সংবাদ দেখুনমাসুম চেয়ারম্যানের চাচা আর নেই
পরের সংবাদ দেখুনসেতুর নীচে বালু খেঁকোদের আস্তানা