
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহজালাল মিয়া অভিযোগ করে বলেছেন, আমাদের এমপি বাবু সাহেব যদি চান তাহলে আড়াইহাজারে সুষ্ঠু নির্বাচন হবে। নয়ত হবে না। তিনি রীতিমত ভয় দেখাচ্ছেন নেতাকর্মীদের।
রোববার নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আপনারা যদি সংসদ সদস্য বাবুকে নির্বাচন থেকে বিরত রাখতে না পারেন তাহলে আড়াইহাজারে সুষ্ঠু ভোট হবে না। কারণ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তার কারনে নষ্ট হচ্ছে।
তিনি বলেন, ইউনিয়নগুলোতে যদি প্রশাসনের পক্ষ থেকে নিশ্চয়তা দেয়া হয় যে আপনারা ভোট দিতে পারবেন। তাহলে মানুষ যাবে। এ ব্যাবস্থাটা নেয়ার জন্য আমি অনুরোধ করবো।
একুশ তারিখ যার ভোট সে দিবে। যাকে খুশি তাকে দিবে। যে নির্বাচিত হবে আমি তাকে স্বাগত জানাবো।
নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে অনুরোধ রেখে তিনি বলেন, আড়াইহাজার উপজেলায় পাঁচ দিন যেন ইউনিয়নে পুলিশ ও র্যাব ব্যাবস্থা নেয়। আমাদের এজেন্টরা যেন যেতে পারে সেই ব্যাবস্থা নিবেন। আপনারা সে পরিবেশটা সৃষ্টি করে দিবেন আশা করি।