স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের পঞ্চবটি এনায়েত নগর ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা কামরুল ইসলাম অবিরাম সেবা দিয়ে যাচ্ছেন। গ্রহক সেবাকে আরো সাধারণ মানুষের দৌড় গড়ায় পৌছে দিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন কামরুল ইসলাম।
এনায়েত নগর ইউনিয়ন ভুমি অফিসে আসা রহিমা খাতুন জানান, ইতি পূর্বে আমি এই অফিসে একটি খারিজ করতে এসে ছয় মাস ঘুরেও কোন সুরাহা না করতে পেরে মন খারাপ করে চলে যাই। কামরুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর পনের দিনের মধ্যে আমার খারিজটি হাতে পেয়েছি। আমাকে কোন রকম হয়রানির শিকার হতে হয়নি।
কবির বিন সামাদ জানান, ফতুলøার এনায়েত নগর ভুমি অফিসটি দালাল দিয়ে পরিচালিত হত। কামরুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর অফিসটিকে দালাল মুক্ত করার জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে এনায়েত নগর ভুমি সহকারি কর্মকর্তা কামরুল ইসলাম জানান, মানুষের সেবা দিয়ে চাকুরীর শেষ প্রান্তে চলে এসেছি। যে কদিন দায়িত্ব পালন করব মানুষের দোরগোড়ায় সেবা পৌছে দিবো। তিনি বলেন, সম্প্রতি একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্তে লিপ্ত হয়েছে। আমি সারাজীবনের সঞ্চয় ও ব্যাংক থেকে এক কোটি দশ লাখ টাকা লোন নিয়ে ভুমি পলøী এলাকায় একটি বাড়ি করেছি। টাকার অভাবে বাড়ির কাজ শেষ করতে পারি নি। কিন্তু একটি মহল আমাকে হয়রানি করার জন্য উঠেপড়ে লেগেছে। আমি ন্যায় বিচার পাওয়ার জন্য উর্ধ্বতনদের কাছে সহযোগীতা কামনা করছি।
এ বিষয়ে জানতে চাইলে নারায়নগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুর হাফিজ জানান, এনায়েত নগর ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা কামরুল ইসলামকে সততা, চেষ্টা ও আদর্শের কারণেই দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা একজন সৎ অফিসার হিসেবে চিনি তাকে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan