নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় সরকারি শিশু পরিবারের এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে নিয়ে ইফতার করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা৷ শিশুদের মাঝে নতুন পোশাকও বিতরণ করেন জেলা প্রশাসক ।
সোমবার বিকেলে মুসলিমনগর এলাকার বায়তুল আমান সরকারি শিশু পরিবারের (বালক) অভিভাকহীন ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়৷
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “এ সমাজে যারা পিছিয়ে পড়ে আছে তাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সামনে নিয়ে আসতে হবে। এখানে যারা এতিম হিসেবে আছে, তারা এতিম নয়। আমরা সবাই তাদের পাশে আছি। সুবিধাবঞ্চিতদের মাঝে হাসি ফোঁটাতেই আমরা তাদের কাছে এসেছি।
তিনি আরও বলেন, “তাদের নতুন পোশাক দিয়ে হাসি ফোঁটাতে চাই। এ জীবন শুধু দুঃখের নয়। উন্নত রাষ্ট্র গড়তে চাইলে যারা পিছিয়ে আছে তাদের নিয়েই গড়তে হবে। প্রত্যকটি শিশুকে যোগ্য নাগরিক হিসেবে আমাদের গড়ে তুলতে হবে।”
ইফতারের এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নিলুফা ইয়াসমিন, জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ হোসাইন সিদ্দিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাফর সাদেক চৌধূরী, সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক আসাদুজ্জমান সরদার, ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নূর, জেলা তথ্য অফিসার মো. কামরুজ্জামান, ডেপুটি কালেক্টর (নেজারত) তামশিদ ইরাম খান ও সরকারি শিশু পরিবারটির তত্ত্বাবধায়ক মো. রিয়াজ উদ্দিন প্রমুখ৷
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan