A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: দীর্ঘ একযুগ পর সিদ্ধিরগঞ্জের ঐতিহ্যবাহি চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। শনিবার দুপুরে চৌধুরীবাড়ি রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে নির্বাচনের তফসিল ঘোষনা করেন চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি কাজী মহসিন।

এ সময় কাজী মহসিন বলেন, চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশন নির্বাচনের ২৬ ও ২৭ মে মনোনয়নপত্র বিতরণ ও জমা, ২৮তারিখ মনোনয়পত্র বাছাই, ২৯ তারিখ মনোনয়ন প্রত্যাহার,৩০মে প্রতিক বরাদ্ধ, ৪জুন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতীহিনভাবে চৌধুরীবাড়ি রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

এসময় নির্বাচনি আচরণ বিধি সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার কাজী মহসিন বলেন, নির্বাচনে ব্যবহৃরিত পোষ্টার হবে সাদা-কালো। নির্বাচনে প্রচারে ফেষ্টুন বা ব্যানার হবে সাদা-কালো, কারো পোষ্টারের উপর অন্য কারো পোষ্টার সাটানো যাবে না। কারো পোষ্টার বা প্রচারপত্র কেউ নষ্ট করতে পারবে না। কোন প্রার্থী অন্যের বিরুদ্ধে অপ-প্রচার করতে পারবে না। নির্বাচনে কেউ ভোটারদের সাথে অর্থের লেনদেন করতে পারবে না। এসময় তিনি বলেন, নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করলে ওই প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন পরিচালনা কমিটি যথাযথ ব্যবস্থা গ্রহন করবে। নির্বাচনের প্রতীক সম্পর্কে কাজী মহসিন বলেন, সভাপতি প্রার্থীর ক্ষেত্রে প্রতীক হবে চেয়ার, আনারস, গোলাপফুল, দোয়াত কলম, সহ-সভাপতির ক্ষেত্রে , আম,কাঁঠাল, ছাতা,মাছ, মই, শাপলাফুল।

সাধারণ সম্পদকের ক্ষেত্রে হাতপাখা, ফুটবল, দেয়াল ঘড়ি, কুমড়া। সহ-সাধারণ সম্পাদকের ক্ষেত্রে প্রতীক হবে আপেল, তালা, কলস,টেবিল, গরুর গাড়ি। কোষাধক্ষ,বই, হাতি, উড়োজাহাজ। সাংগঠনিক সম্পাদক, ঘোড়া, টেলিভিশন, অটোরিক্সা। দপ্তর সম্পাদক, কলম,সিলিং ফ্যান, কবুতর। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, সেলাই মেশিন, চাপকল, ব্যাটমিন্টন র‌্যাকেট। প্রচার সম্পাদক, হরিন, চশমা, মোবাইল। ধর্ম-বিষয়ক সম্পাদক,মিনার, টুপি, মোমবাতি। কার্যকরি সদস্যদের জন্য প্রতিক বরাদ্ধ করা হয়েছে, মোরগ, করাত, ঘুড়ি, তলোয়ার, হারিকেন, টর্সলাইট, হাতঘুড়ি।

এসময় চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি কাজী মহসিন বলেন, দীর্ঘ একযুগ পর আবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ব্যবসায়ীদের মধ্যে আনন্দ উৎসব বিরাজ করছে। নির্বাচনটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে সকল ব্যবসায়ীদের সহযোগীতা কামনা করেছেন তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নাজমুল ইসলাম বাবুল। বীর মুক্তিযোদ্ধা,নূর হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মহি মোল্লা। নির্বাচন কমিশনার, এইচ এম মাহবুব আলম, হাজী আলী আহমেদ মোল্লা, হাজী ওহাব মোল্লা, হাজী আনোয়ার হোসেন, মোরতোজা আলী। আয়োজিত তফসিল ঘোষনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ শাহ আলম, আইলপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী ইসমাঈল মাতবর, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া। আরিফুজ্জামান, হাসনাত মৃধা, সেলিম রায়হায় সেন্টু, রাসেল মিয়া, হাসান মিয়া, জামান মিয়া, মানিক মিয়া, ডাঃ আঃ রাজ্জাক, মনোয়ার হোসেন মনু, মাসুদ রেজা, সোহেল মিয়া, আ: আউয়াল, সাইফুর রহমান তনু, রমজান হোসেন, ফরহাদ মিয়াসহ আরো অনেকে।

আগের সংবাদ দেখুনলোহার রড দিয়ে পিটিয়ে আহত
পরের সংবাদ দেখুনধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল